প্রকাশিত: Wed, Jan 4, 2023 4:14 PM
আপডেট: Tue, Apr 29, 2025 11:09 PM

ড্রেনে ও খালে পয়ঃবর্জ্যরে সংযোগ পেলে বিন্দুমাত্র ছাড় নেই : ডিএনসিসি মেয়র

মনজুর এ আজিজ: পয়ঃবর্জ্যরে সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানের অংশ হিসেবে গুলশান-২ এ ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম নিজে উপস্থিত থেকে সারফেস ড্রেন থেকে দুটি বাড়ির পয়ঃবর্জ্যরে সংযোগ বন্ধ করে দিয়েছেন। 

বুধবার দুপুরে গুলশান ২ এর ১০৪ ও ১১২ নম্বর রোডের দুটি বাড়ির সামনে ড্রেনে কলাগাছ দিয়ে সারফেস ড্রেন থেকে পয়ঃবর্জ্যরে সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

এসময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র বলেন, পয়ঃবর্জ্যরে সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে আমরা এই অভিযান শুরু করেছি। এ অভিযান অব্যাহত থাকবে। 

মেয়র বলেন, কোনভাবেই পয়ঃবর্জ্যরে সংযোগ সারফেস ড্রেনে দেয়া যাবে না। এই বিষয়ে আমরা অনেক আগে থেকেই বার বার সচেতন করে আসছি। গণবিজ্ঞপ্তিও দিয়েছি। সোসাইটির প্রতিনিধিদের নিয়ে সভা করে আমরা জানিয়েছি যেন পয়ঃবর্জ্যের লাইন সারফেস ড্রেনে না দেয়া হয়। বার বার বলার পরেও কেউ কর্ণপাত করছে না।

তিনি বলেন, আমরা গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় সরেজমিনে সার্ভে করেছি। সার্ভেতে পেয়েছি প্রায় ৮৫ শতাংশ বাড়িতেই পয়ঃবর্জ্যের লাইন সারফেস ড্রেনে দিয়ে রেখেছে। এতে খাল ও লেকের পানি দূষিত হচ্ছে। আমি কলাগাছ দিয়ে ড্রেনের সংযোগ বন্ধ করে দিচ্ছি। ফলে ময়লা ব্যাক ফ্লো করবে। এখন বাড়ির মালিকরা সচেতন হতে বাধ্য। শহরকে বাঁচাতে বাধ্য হয়ে এসব সংযোগ বন্ধ করেছি।  সম্পাদনা: এল আর বাদল